স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ফেব্রুয়ারি : মহিলা মহাবিদ্যালয়ে জনজাতি ছাত্রীদের স্কলারশিপ বঞ্চনার অভিযোগ উঠল বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে। এই সমস্যা নিয়ে সোমবার রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষের নিকট ডেপুটেশান প্রদান করল বামপন্থী ছাত্র সংগঠন টি.এস.ইউ। এইদিন টি.এস.ইউ -র পক্ষ থেকে এক প্রতিনিধি দল মহিলা মহাবিদ্যালয়ে গিয়ে অধ্যক্ষের নিকট এই ডেপুটেশান প্রদান করে।
টি.এস.ইউ -র এক নেতৃত্ব জানান জনজাতি ছাত্র-ছাত্রীদের জন্য জনজাতি কল্যাণ দপ্তর থেকে বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। জনজাতি ছাত্র-ছাত্রীরা ৫ জন বা তার অধিক একটি বাড়িতে ঘর ভাড়া করে থাকলে তারা হোস্টেল খরচ বাবদ স্কলারশিপ পেয়ে থাকে। এম.বি.বি এবং বি.বি.এম কলেজ এই স্কলারশিপ প্রদান করলেও মহিলা মহাবিদ্যালয় এই স্কলারশিপ প্রদান করছে না। ছাত্রীরা স্কলার শিপের জন্য আবেদন পত্র জমা দিতে গেলে সেই আবেদন পত্র জমা রাখা হচ্ছে না। তাই এইদিন টি.এস.ইউ-র পক্ষ থেকে ডেপুটেশান প্রদান করা হয়েছে।