স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : বিগত বছরের আগস্ট মাসে জে আর বি টি -র গ্রুপ সি এবং গ্রুপ ডি -র পরীক্ষা হয়েছিল। ছয়মাস অতিক্রান্ত হয়ে গেলেও ফলাফল প্রকাশ করা হয়নি। ফলাফল যাতে দ্রুত প্রকাশ করা হয় তার জন্য দাবি জানিয়ে আবারো বিক্ষোভে শামিল হয় বেকার যুবক যুবতীরা।
তাদের দাবি ফলাফল যাতে দ্রুত প্রকাশ করা হয়। আগেও একাধিকবার দপ্তরের দ্বারস্থ হয়ে প্রতিশ্রুতি পেয়েছিলেন চেয়ারম্যানের সাথে কথা বলে দ্রুত তাদের ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু দু’সপ্তাহ হয়ে গেলে এখনও তাদের ফলাফল ঘোষণা করা হচ্ছে না তাই তারা বিক্ষোভের সামিল হয়েছেন বলে জানান এদিন।