স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : সোমবার বণিক্য চৌমুহনী থেকে জিবি বাজারের মধ্যে চলাচলকারী অটো চালকরা নন্দন নগর পালপাড়া এলাকায় রাস্তা অবরোধ করেন । তাদের দাবি বণিক্য চৌমুহনীর সেক্রেটারি স্বপন দেবনাথ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । তাদেরকে এই রুটে যাতে অটো চালাতে না পারে তাঁর জন্য তাদের উপর আক্রমণ হানছে। পরিবহন দপ্তরের পারমিট অনুযায়ী ২০০৬ সাল থেকে এই রুটে অটো চলছে।
সম্প্রতি খয়ারপুর রুটের নেতা এসে তাদের উপর চাপ সৃষ্টি করছে সেই রুটের অটো গুলিও একই পথে চলবে। এই দাবি অনৈতিক দাবি। এই দাবিকে মান্যতা দেওয়া সম্ভব নয়। এরমধ্যে এদিন সকালে বনিক্য চৌমুহনী এলাকায় অটো গুলি নাম্বার নেওয়ার জন্য গেলে তাদের নাম্বার দেওয়া হয়নি। খালি হাতে ফিরতে হয় জিবি থেকে বনিক্য চৌমুহনী রুটের অটো চালকদের। এই অবস্থায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য পথ অবরোধ বলে জানান অটো চালকেরা। তাদের বক্তব্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গারি গুলিকে অবরোধে আটকানো হচ্ছে না। মুলত যে সমস্ত অটো যাত্রী নিয়ে আসছে তাদের আটকানো হচ্ছে। প্রশাসন যাতে সুস্থ সমাধান করুক তাঁর দাবি জানান। অনৈতিক দাবিকে কোন ভাবেই মেনে নেওয়া যায়না বলে জানান তারা। এই নিয়ে বোধজং নগর থানায় অবগত করা হয়। থানা থেকে বলা হয় আলোচনার মাধ্যমে সমস্যার সামধান করার জন্য। কিন্তু তা হয়নি। এবার এই অনৈতিক ভাবে অটো চললে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তাই প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন তারা। মানুষকে পরিষেবা দিতে গিয়ে যাতে কোন বিশৃঙ্খল পরিস্থিতির উদ্বেগ না হয় তাঁর জন্য এই পদক্ষেপ বলে জানান অটো চালকেরা।