স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : হকার উচ্ছেদ করতে গিয়ে রাজধানীর শকুন্তলা রোড এলাকায় বিক্ষোভের মুখে পড়ল আগরতলা পুর নিগমের টাস্কফোর্স। সোমবার ছিল ভ্যালেন্টাইনস ডে। ফুলের দোকান সহ বিভিন্ন সামগ্রী নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা রাস্তার দু’পাশে পসরা সাজিয়ে বসেছিল। কিন্তু আচমকা এদিন দুপুরে আগরতলা পুর নিগমের টাস্কফোর্স এসে রাস্তা বেদখল করে বসে থাকা হকার উচ্ছেদ শুরু করে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ফুলের দোকান ও ভান্ডার নিয়ে বসে থাকা দোকানের ছাউনি।
পরবর্তী সময়ে নিগমের টাক্সফোর্সদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে হকাররা। টাস্কফোর্সের বক্তব্য নিগমের নির্দেশ অনুযায়ী তারা পূর্বেও পাঁচ থেকে সাতবার দোকান গুলি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। কিন্তু তারপরও রাস্তার ১০-১৫ ফুট জমি নিয়ে রাস্তা দখল করে বসে থাকছে তারা। বহুবার হকারদের নোটিশ এবং মাইকিং করে অবগত করা হয়েছে। কিন্তু তারপরও তারা প্রশাসনের নির্দেশ মানতে নারাজ। ফলে রাস্তা দিয়ে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না। তাই উচ্ছেদে নির্দেশ পেয়ে তারা সোমবার কাজে হাত লাগিয়েছেন। কিন্তু এদিকে হকারদের অভিযোগ তারা রাস্তার পাশে পসরা সাজিয়ে বসে দু’পয়সা রোজগার করে সংসার প্রতিপালন করে। কিন্তু নিগম কর্তৃপক্ষ কিছুদিন পর পর এভাবে তাদের উপর আঘাত নামে আনছে। আবার কেউ কেউ জানান নিগমের নির্দেশ মতো ভ্যানডার নিয়ে রাস্তার পাশে বসেছিল কিন্তু ভেন্ডারের ছাউনী খুলে নিয়ে গেছে তারা। তাদের প্রশ্ন রোদে-বৃষ্টিতে তাদের জিনিস নষ্ট হবে এবং সারাদিন ব্যাপী রোদে দাঁড়িয়ে মাথা গুজার জায়গাটুকু পর্যন্ত পাবেনা। এতটাই অমানবিক হয়ে গেছে মানুষের ভোটে জয়ী হয়ে বিজেপি পুর নিগম কর্তৃপক্ষ। কিন্তু এদিন কারোর কথা শুনতে চায় নি টাক্সফোর্স। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট। নিয়ে যাওয়া হয় ভেন্ডারের ছাওনি। ফলে ভ্যালেন্টাইন্স ডে মতো একটি গুরুত্বপূর্ণ দিনে পেটে লাথি পড়ল এলাকার ফুল ব্যবসায়ী সহ ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে। এর বিরুদ্ধে আগামী দিনের রুখে দাঁড়াবে বলে হুশিয়ারি দেন টাস্কফোর্সের ক্ষুব্ধ ব্যবসায়ীরা।