স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের বিস্ফোরনে পড়ে নিহত হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। সোমবার এই ঘটনার তৃতীয়বর্ষে নিহত সি আর পি এফ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয় শালবাগান স্থিত ১২৪ নম্বর সিআরপিএফ ব্যাটালিয়নের উদ্যোগে।
উপস্থিত ছিলেন ১২৪ নম্বর ব্যাটেলিয়ান সিআরপিএফ-র কমান্ডেন্ট মুকেশ ত্যাগী। শহিদ জওয়ানদের স্মৃতিতে পুস্পাঞ্জলী দিয়ে শ্রদ্ধা জানান ব্যাটেলিয়ানের কমাডেন্ট সহ জওয়ানেরা। ১৪ ফেব্রুয়ারী এই দিনটিকে শহীদদের স্মরণ করে সি আর পি এফ বাহিনী। দেশ এক থাকুক। দেশবাসী এই শহীদদের চিরকাল মনে রাখুক। যে সমস্ত জওয়ান পরিবার ছেড়ে দেস মাতৃকা রক্ষার জন্য নিয়োজিত রয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের সকলে মিলে স্মরণে রাখুক। তাদের সময় সময় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করুক এই আহ্বান জানান ১২৪ নম্বর ব্যাটেলিয়ান সিআরপিএফ-র কমান্ডেন্ট মুকেশ ত্যাগী। সঞ্জীবনী নামে একটি এনজিও –র সদস্যরাও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে অংশ নেন।