স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ফেব্রুয়ারি : ফায়ার সার্ভিসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের দাবিতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল চাকরি প্রত্যাশী বেকাররা। তাদের অভিযোগ এক বছর হয়ে গেল এখন পর্যন্ত তাদের লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা হচ্ছে না। কবে নাগাদ ফলাফল ঘোষণা হবে এবং কবে নাগাদ তারা চাকরি পাবে তা নিয়ে হতাশায় ভুগছে।
২০২২ সালে এপ্রিল মাসে ফায়ার সার্ভিসের ফায়ার ম্যানে ৩০৪ জন এবং ড্রাইভার পদে পঁচিশ জন নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। পরবর্তী সময় শারীরিক পরীক্ষা নেওয়া হয়। তারপর ডিসেম্বর মাসে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ ১৪৭৬ জনকে লিখিত পরীক্ষা নেওয়া হয়। কিন্তু ফলাফল এখনো প্রকাশ করা হচ্ছে না। বহুবার থেকে শুরু করে মন্ত্রীদের দরজার কড়া নেড়েছে। এখনো তাদের ফলাফল ঘোষণা হয়নি। তাদের লিখিত পরীক্ষার ফলাফল কবে ঘোষণা হবে তা জানতে আজ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ তাদের দেখা করার সুযোগ দেয়নি বলে জানায়। হতাশ হয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থেকে তাদের বাড়ি ফিরতে হয়েছে। এখন অপেক্ষায় আছে লিখিত পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে।