স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ফেব্রুয়ারি : শনিবার গভীর রাতে ১৯ চড়িলাম বিজেপি -র মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথের বাড়িতে হানা দেয় চোরের দল। জানা গেছে, মন্ডল সভাপতির অসুস্থ্য মাকে নিয়ে গত কিছুদিন যাবৎ হাপানিয়া হাসপাতালে রয়েছেন।
শনিবার রাতে বিশালগড় থানাধীন মধ্য ব্রজপুর দেবনাথ পাড়া এলাকায় মন্ডল সভাপতির ফাঁকা বাড়িতে হানা দেয় চোরের দল। নগদ টাকা সহ স্বর্ণালঙ্কা চুরি করে নিয়ে যায় চোরের দল। তাছাড়াও বাড়ির সিসি টিভি ক্যামেরার হার্ড-ডিস্কটিও খুলে নিয়ে যায় চোরেরা।
রবিবার সকালে প্রথমে প্রতিবেশিদের নজরে আসে চুরির ঘটনাটি। পরে খবর দেওয়া হয় রাজকুমার দেবনাথকে। খবর পেয়ে হাসপাতাল থেকে বাড়িতে ছুটে যান মন্ডল সভাপতি। বাড়িতে গিয়ে দেখতে পান বাড়ির সব গুলি ঘরের দরজার তালা ভাঙ্গা, ঘরের সমস্ত লকারের তালা ভাঙ্গা, তাছাড়াও ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে আছে। স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মূল্যবান সব সামগ্রী সহ গুরুত্বপূর্ন নথিপত্রের ব্যাগটি পর্যন্ত চোরের দল নিয়ে গেছে। ঘটনার খবর পেয়ে রাজকুমার দেবনাথের বাড়িতে ছুটে গেছে বিশালগড় থানার পুলিশ। পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।