স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ফেব্রুয়ারি : ঠেলার নাম বাবাজি! সড়ক অবরোধের পর হাতির আক্রমণ থেকে এলাকাবাসীদের মুক্তি দিতে জেলা প্রশাসনের দৌড়ঝাপ শুরু হয়েছে। শনিবার দুপুরে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে খোয়াই জেলা শাসক ডঃ চান্দনি চন্দনের পৌরহিত্যে হাতি তাড়াও অভিযান সম্পর্কিত বিষয় নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক থেকে শুরু করে বনদপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, মহকুমা পুলিশ আধিকারিক সহ স্বশাসিত জেলা পরিষদের ই.এম কমল কলই সহ বিভিন্ন প্রশাসনিক ও একাধিক জনপ্রতিনিধিরা। মূলত এই দিনের এই বৈঠকে সভাপতিত্ব করেন ডিসিএম অমিত রায় চৌধুরী।
বৈঠক শেষে এর প্রাসঙ্গিকতা নিয়ে খোয়াই জেলা শাসক ডক্টর চাঁদনী চন্দন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, চলতি বছরের ২৯ জানুয়ারি তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি এলাকায় বন্য হাতির আক্রমণ থেকে এলাকার লোকজনদের চিরতরে মুক্তি দিতে সড়ক অবরোধ করেছিল। মূলত সেখানে দাবি উঠেছিল মতি নামের যে হাতি রয়েছে সেই হাতিটি বিভিন্ন এলাকায় বর্তমান সময়ে তাণ্ডব চালাচ্ছে। তার থেকে মুক্তি দিতে হাতিটিকে কিভাবে বাগে আনা যায় এর জন্য শনিবারের এই গুরুত্বপূর্ণ বৈঠক। তবে জেলা শাসককে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন আগেও এ ধরনের ম্যারাথন বৈঠক করার পর কাজের কাজ কিছুই হয়নি কেন? এবার এই বৈঠক কাজে আসবে কিনা? তখন আশা ব্যক্ত করে বলেন এবার হাতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন যথেষ্ট তৎপর।