স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ফেব্রুয়ারি : রাজধানীর সিদ্ধি আশ্রম এলাকায় জাতীয় সড়ক অবরোধের পর পুলিশের হাতে আটক গ্যারেজ মালিকের মেয়ে। অভিযুক্ত যুবতী স্কুল পড়ুয়াদের সাথে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণে জানা যায়, সাইন্স সিটিতে নিয়ে আসা হয়েছিল সাব্রুম ফুলছড়ি স্কুলের পড়ুয়াদের। শিক্ষা মূলক ভ্রমণে আগরতলা সায়েন্স সিটিতে তাদের আনা হয়েছিল।
তাদের গাড়ি রাখা হয় সাইন্স সিটি সংলগ্ন কার ওয়ার্কশপের কাছে। পরে ছাত্র-ছাত্রীরা সায়েন্স সিটি দেখে গাড়িতে উঠার সময় কার ওয়ার্কশপের মালিকের মেয়ে পাইপ দিয়ে জলে ছিটিয়ে দেয় ছাত্রছাত্রী এবং স্কুলের ইনচার্জের উপর বলে অভিযোগ। আরো অভিযোগ অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও স্কুলের ব্যানার খুলে নিয়ে যায় কার ওয়ার্কশপে। পরে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে বসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমতলী থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত যুবতীকে আটক করে নিয়ে যায়। স্কুলের এক শিক্ষক জানান, যুবতীর কাছ থেকে এধরনের দুর্ব্যবহার তিনি আশা করেননি। যেখানে মাতৃ সুলভ আচরণ হওয়ার কথা সেখানে এ ধরনের আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এস ডি পি ও প্রসূন কান্তি ত্রিপুরা জানান, অভিযুক্ত যুবতীকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত চলছে।