Thursday, January 23, 2025
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শক্তি বন্দন কর্মসূচি

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শক্তি বন্দন কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ফেব্রুয়ারি : লোকসভা নির্বাচনে মহিলাদের হাতিয়ার করে ৪০০ -র গণ্ডি পার হতে চাইছে ভারতীয় জনতা পার্টি। তাই মহিলা স্ব-সহায়ক দল এবং এনজিও সম্পর্ক অভিযান নিয়ে এবার শক্তি বন্দন কর্মসূচি গ্রহণ করা হয়।

 শনিবার রাজধানীর কৃষ্ণনগর স্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ে শক্তি বন্দন বৈঠকে আয়োজন করা হয়। শক্তি বন্দন সদর (শহর) জেলা কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রধানমন্ত্রী বলেন মহিলাদের স্ব-শক্তিকরণ করার কথা।

প্রধানমন্ত্রীর আহ্বানে গুরুত্ব দিয়ে রাজ্যে মহিলাদের স্ব-শক্তিকরণ করার চেষ্টা চলছে। এবং কেন্দ্রীয় যে প্রকল্পগুলি রয়েছে সেগুলি সঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এগুলোর সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সে বিষয়ে অবগত হতে আজকের এই কর্মশালা। সারা রাজ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য