স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ফেব্রুয়ারি : ২০২২-২৩ শিক্ষাবর্ষে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসসি সম্প্রদায় ভুক্ত যে সকল ছাত্র-ছাত্রী প্রথম ১০ জনের মধ্যে স্থান দখল করেছে। ছাত্র-ছাত্রী ও প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডঃ বি.আর আম্বেদকর স্বর্ণ পদক ও মেধা পুরুস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু চৌধুরী, দপ্তরের সচিব বিএস মিশ্রা, দপ্তরের অধিকর্তা অসীম সাহা সহ অন্যান্যরা। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, যাদের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে, মানব কল্যাণের গুণাবলী থাকে, তাদেরকে সম্মান করে সমাজ। ডিগ্রি থাকলেই কোন ব্যক্তি সফল হয়ে যায় না। সকল ডিগ্রি ধারি লোককে মানুষ সম্মান করে না। যে সকল ডিগ্রি ধারি লোক সমাজের জন্য ব্যতিক্রমী কিছু করে তাদেরকে মানুষ সম্মান করে। তাই পুথিগত শিক্ষা লাভের পাশাপাশি ব্যক্তিত্ব বিকাশের শিক্ষা লাভের জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী সুধাংশু দাস। এসসি সম্প্রদায় ভুক্ত ছাত্র-ছাত্রীরা যেন উচ্চ শিক্ষা লাভ করতে পারে তার জন্য তপসিলি জাতি কল্যাণ দপ্তরের একাধিক স্কিম রয়েছে।
এই সকল স্কিম থেকে আর্থিক ভাবে সহায়তা করা হয় বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। তিনি আরও বলেন, মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয়েছে শিক্ষা ক্ষেত্রে। শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। এইদিনের অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষায় প্রথম ১০ জনের মধ্যে স্থান করে নেওয়া এসসি সম্প্রদায় ভুক্ত ৭ জন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ১০ জনের মধ্যে স্থান করে নেওয়া এসসি সম্প্রদায় ভুক্ত ২ জনকে গোল্ড মেডেল ও নগদ ২৫ হাজার টাকা করে পুরুস্কার প্রদান করা হয়। পাশাপাশি প্রথম বিভাগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এসসি সম্প্রদায় ভুক্ত ৪৭১ জনকে নগদ ১৫০০ টাকা করে পুরুস্কার প্রদান করা হয়। পাশাপাশি সদর মহকুমায় নবম শ্রেণিতে পাঠরত ২৪৪ জনকে নগদ ৭০০ টাকা দেওয়া হয়। এদিন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।