স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ফেব্রুয়ারি : অবিলম্বে স্কলারশিপ প্রদান করার দাবিতে মহাকরণে গিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে অর্থমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক সঞ্জিত সাহা জানান, ২০১৯ সালে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ নামে একটি প্রকল্প চালু হয়।
এই প্রকল্পের মাধ্যমে কলেজে পাঠরত চূড়ান্ত বছরের ছাত্র-ছাত্রীদের ৫০০০ টাকা করে স্কলারশিপ দেওয়ার হয়। কিন্তু দেখা গেছে ২০১৯ সাল থেকে এ প্রকল্প চলে আসলো ২০২২-২৩ শিক্ষাবৎসরে যারা কলেজ উত্তীর্ণ হয়েছে তাদের স্কলারশিপ এখনো প্রদান করা হয়নি। দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে অন্যান্যদের কাছে দুবার ডেপুটেশন প্রদান করা হলেও এখন পর্যন্ত স্কলারশিপ মিটিয়ে দেওয়া হয়নি। রাজ্যে মোট আট হাজার ছাত্রছাত্রী স্কলারশিপ থেকে বঞ্চিত হয়ে আছে। তাই এ বিষয়ে রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের সাথে দেখা করে স্কলারশিপ মিটিয়ে দেওয়ার দাবি তোলা হয়েছে বলে জানান তিনি।