স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ফেব্রুয়ারি : ট্রেডিশন থেকে বের হয়ে আসতে পারছে না এস টি জি টি -র চাকরি প্রত্যাশীরা। প্রতিদিন চলছে তাদের আন্দোলন। শনিবার আবারো তারা মুখ্যমন্ত্রী নিরাপত্তা বেষ্টিত ব্যারিকেড ডিঙিয়ে বাসভবনের সামনে জড়ো হয়।
দাবি তুলে সকলকে একসাথে দ্রুত নিয়োগ করার জন্য। মুখ্যমন্ত্রীর পি.এ -র সাথে কথা বলেন। তাদের ১০ মিনিট অপেক্ষা করার জন্য বলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা। শেষ পর্যন্ত তাদের জানিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে মামলা শেষ হলে তাদের ফলাফল ঘোষণা হবে। হতাশাগ্রস্ত চাকরির প্রত্যাশা দাবি করেন তাদের সকলকে একসাথে নিয়োগ করার জন্য। এবং এস টি জি টি -দের নিয়ে কোনো মামলা সুপ্রিম কোর্টে রয়েছে বলে তাদের জানা নেই বলে জানান। তবে আন্দোলন জারি থাকবে বলে জানান তারা।