স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ফেব্রুয়ারি : নির্বাচনের আগে জনগণকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শহরের বিভিন্ন ওয়ার্ড এলাকার সমস্যা সমাধান করা হবে। সে মোতাবেক মেয়রের দায়িত্ব পেয়ে শহরের বিভিন্ন ওয়ার্ড এলাকায় গিয়ে জনগণের সাথে জনসংযোগ করে মানুষের দুঃখ দূর্দশা সম্পর্কে অবগত হয়ে সমাধানের পরিকল্পনা নিচ্ছেন।
শনিবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পুর নিগমের ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ঘুরে দেখেন। শনিবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পুর নিগমের ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ঘুরে দেখে সমাধানের পরিকল্পনা নেন। আগামী দিনে এই দুটো ওয়ার্ডকে কিভাবে সাজিয়ে তোলা যায় সেই বিষয়ে ওয়ার্ডের কর্পোরেট সঙ্গেও কথা বলেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পুরনিগমের আধিকারিকরা। মেয়র জানান প্রতিদিন নিয়ম করে প্রতিটি ওয়ার্ডে যাচ্ছেন।
ওয়ার্ডের সমস্যা গুলিকে চিহ্নিত করে এই অনুযায়ী পদক্ষেপ নিয়ে কাজ গুলি করা। আগরতলা পুর নিগমের সার্বিক উন্নয়নের স্বার্থে দায়িত্ব নেওয়ার পর প্রতিটি ওয়ার্ডই পরিদর্শন করে দেখা হচ্ছে। ওয়ার্ডের মানুষদের সঙ্গে কথা বলা হবে। নির্বাচনের আগে মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে এই সফর বলে জানান তিনি। ইতিমধ্যেই রাস্তাঘাট ও ড্রেইনের কাজ শুরু হয়েছে। বাকী কাজ গুলি দ্রুত শুরু করা হবে বলেও জানান মেয়র। পুর নিগম হকার উচ্ছেদ করে না। যারা বেদখল করে ব্যবস্থা করছেন তাদের সরিয়ে দিয়ে রাস্তা যানজট ও চলাচলের উপজোগী করতে এই উদ্যোগ। গরীবের পক্ষে পুর নিগম ও রাজ্য সরকার। যাতে একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে শহর পরিচালিত হয় তার লক্ষ্যে কাজ করছে পুর নিগম। আগরতলা শহরে কোন হকার নেই। কিছু মানুষ জবর দখল করে বসে আসে। তাদের সরিয়ে দেওয়াই মূল উদ্দেশ্য। সিপিএম-র রাজনীতি করার কোন সুযোগ নেই। তাদের পেছনে কোন মানুষ নেই। তারা বেঁচে আছেন বিবৃতির মাধ্যমে। কিছু অনৈতিক কারবারীদের মাধ্যমে তারা চলছে। কাজ দেখানোর জন্য এই ধরনের প্রচার চালাচ্ছেন বলে জানান মেয়র দিপক মজুমদার। সুন্দর পরিচ্ছন্ন ও যানজট মুক্ত আগরতলা গড়ে তুলে মানুষ চাইছে বলে জানান তিনি।