স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ফেব্রুয়ারি : শনিবার আগরতলা প্রেসক্লাবে কোভিডের বুস্টার ডোজ দেওয়া হয়। বুস্টার ডোজ দেওয়া হয় ৬০ বছরের অধিক সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের। এদিন বুস্টার ডোজ নেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি সুবল কুমার দে।
তিনি বলেন, আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বুস্টার ডোজ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। ৬০ বছরের অধিক সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের এদিন বুস্টার ডোজ দেওয়া হয়। কোভিড -এর দ্বিতীয় ডোজ নেওয়ার নয়মাস পর বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। কোভিড টিকা নেওয়ার ফলে মৃত্যুর মিছিল দেশে বন্ধ হয়েছে। মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে। তিনি আরো বলেন সাংবাদিকদের জন্য বীমা চালু করা হচ্ছে। মন্ত্রীসভায় ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গেছে। শুধুমাত্র ঘোষণার বাকি। আগরতলা প্রেসক্লাবের সাংবাদিকদের কল্যাণে আরো অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।