Saturday, February 15, 2025
বাড়িজাতীয়যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল থেকে মাফিয়াদের শেষ করেছেন : অমিত শাহ

যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল থেকে মাফিয়াদের শেষ করেছেন : অমিত শাহ


বেরেলি (উত্তরপ্রদেশ), ১১ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারকে “রাজ্যের পশ্চিম অংশ থেকে মাফিয়া শেষ করার জন্য” প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শুক্রবার বেরেলিতে একটি জনসভায় আইনশৃঙ্খলা ইস্যুতে ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, “আদিত্যনাথ উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল এবং রোহিলখণ্ড থেকে মাফিয়াদের শেষ করেছেন। একটা সময় ছিল যখন উত্তরপ্রদেশে পুলিশ মাফিয়াদের দেখে পালিয়ে যেত। এখন পুলিশের সাইরেন শুনে মাফিয়ারা পালিয়ে যায়।”

শাহ সমাজবাদী পার্টি (এসপি) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি) কে কটাক্ষ করে এদিন বলেন, এই পরিবর্তন তারা (এসপি-বিএসপি) আনতে পারেনি কারণ তারা মাফিয়াদের সুরক্ষা দেওয়ার জন্য জাতি দিক বিবেচনায় আবদ্ধ ছিল। মাফিয়াদের সুরক্ষা দেওয়ার জন্য বর্ণবাদী দলগুলির বাধ্যবাধকতা। তবে বিজেপি বর্ণবাদী নয়, বিজেপি প্রধানমন্ত্রী মোদীর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রে কাজ করে।

তিনি বিরোধী নেতাদের আরও আক্রমণ করে বলেন, বিজেপিই একমাত্র দল যারা মাফিয়াদের কারাগারের পিছনে রাখে। উত্তর প্রদেশে তিনটি বড় নাম ছিল – তাদের মধ্যে একজন ছিলেন আজম খান। আমাকে বলুন তিনি আজ কোথায় আছেন? দ্বিতীয়জন ছিলেন আতেক আহমেদ। তিনি এখন কোথায়? তৃতীয়জন ছিলেন মুখতার আনসারি। তিনি আজ কোথায়?উত্তরপ্রদেশে সাত দফা বিধানসভা নির্বাচন ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। রাজ্য বিধানসভার জন্য দ্বিতীয় পর্যায়ের ভোট ১৪ ফেব্রুয়ারি। ওইদিন

সাহারানপুর, বিজনোর, আমরোহা, সম্বল, মোরাদাবাদ, রামপুর, বেরেলি, বুদাউন এবং শাহজাহানপুরের নয়টি জেলার ৫৫টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য