Sunday, January 5, 2025
বাড়িরাজ্যতিন শিশুর জন্ম দিলো এক গর্ভবতী মহিলা

তিন শিশুর জন্ম দিলো এক গর্ভবতী মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জানুয়ারি : শান্তিরবাজার জেলা হাসপাতালে এক সাথে তিন শিশুর জন্ম দিলো এক গর্ভবতী মহিলা। হাসপাতালের শ্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার কৌশিক মহাজন জানান মঙ্গলবার সকালে সাব্রুম মহকুমার কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থেকে হিরনমালা ত্রিপুরা নামে এক গর্ভবতী মহিলাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। মহিলার উচ্চ রক্তচাপ জনিত সমস্যা থাকার কারনে জেলা হাসপাতালে রেফার করা হয়।

শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসার সাথে সাথে মহিলাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়। ডাক্তার কৌশিক মহাজন জানান, মহিলা গর্ভবতী হওয়ার পর কোন ধরনের ডাক্তারি পরীক্ষা করায় নি। ফলে প্রথম দিকে কিছুটা অসুবিধা হয়েছে। তারপর মহিলার ডেলিভারি করানো হয়। প্রথম দিকে ধারনা করা হয়েছে হয়তো মহিলার পেটে জমজ সন্তান রয়েছে। কিন্তু ডেলিভারি করানোর সময় দেখা যায় এক এক করে তিনটি ফুট ফুটে সন্তানের জন্ম দিয়েছেন ঐ মহিলা। প্রথমে একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরে দুইটি পুত্র সন্তানের জন্ম হয়। তবে তিন শিশুর ওজন কিছুটা কম। তিন শিশুর জন্মের সাথে সাথে হাসপাতালে ছুটে যান হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক প্রসেনজিৎ দাস। তিনি তিন শিশুর পরীক্ষা নিরিক্ষা করেন। ডাক্তার কৌশিক মহাজন জানান এক সাথে একজন মহিলা তিনটি সন্তানের জন্ম দেওয়ার ঘটনা এই প্রথম শান্তিরবাজার জেলা হাসপাতালে হয়েছে। বর্তমানে মা ও তিন কন্যা সন্তান সকলেই সুস্থ হয়েছে বলে জানান চিকিৎসক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য