স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জানুয়ারি : উদয়পুর জুড়ে শুরু হয়েছে চোরের উপদ্রব। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাতে উদয়পুর শালগরা এলাকায় তপন দেবনাথের বাড়িতে চোরের দল হানা দিয়ে নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
পরে তপন দেবনাথ রাধা কিশোরপুর থানায় অভিযোগ দায়ের করেন। রাধাকিশোরপুর থানার পুলিশ তদন্তে নেমে রিয়াজ হোসেনকে সন্দেহ মূলকভাবে গ্রেফতার করে। তার বাড়ি শালগড়া এলাকায়। তাকে সন্দেহমূলক জিজ্ঞাসাবাদ করার পর অপর অভিযুক্ত শাকিল আক্তারকে আটক করে। পুলিশ তাদের কাছ থেকে চুরি যাওয়া ২৭ হাজার ৮৫০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে।