Sunday, September 8, 2024
বাড়িরাজ্যরেগা মজুরির দাবিতে সড়ক অবরোধ শ্রমিকদের

রেগা মজুরির দাবিতে সড়ক অবরোধ শ্রমিকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জানুয়ারি : দীর্ঘ দিন ধরে রেগার মজুরি মিলছে না শ্রমিকদের। তাই বাধ্য হয়ে সোমবার সকালে আমবাসা – গন্ডাছড়া সড়ক অবরোধ করল রেগা শ্রমিকরা। অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছায়।শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে গন্ডাছড়া ব্লকের অধীন বিভিন্ন পঞ্চায়েতের শ্রমিকরা রেগার কাজের মজুরি পাচ্ছে না।

 এ বিষয়ে একাধিকবার পঞ্চায়েত ও ব্লক স্তরে জানানো হলেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহন করছে না। তাই বাধ্য হয়ে এদিন সকালে পথ অবরোধে বসেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রসাশনের উচ্চ পদস্থ আধিকারিকরা। তারা  অবরোধকারীর সাথে কথা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে।

 তবে রেগা শ্রমিকরা স্পষ্ট জানিয়ে দেয় যদি আগামী এক মাসের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া না হয় তাহলে তারা পুনরায় রাস্তা অবরোধ এবং জেলা শাসক ও মহাকুমার শাসকের অফিস সহ ব্লক অফিসে তালা ঝুলিয়ে দেবে। তবে এখন দেখার বিষয় জেলা শাসকের আশ্বাস কতটা দ্রুত বাস্তবায়িত হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য