স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জানুয়ারি : ছৈলেংটা বাজার মাঠে পূর্বের ন্যায় গর্ত করে বসতে না দেওয়ায় মনু-ছামনু সড়ক অবরোধ করলো খুচরো কাপড় ব্যবসায়ীরা। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা বাজারে।
জানা যায়, বহু বছর ধরেই ছৈলেংটা বাজার মাঠেই খুচরা কাপড় ব্যাবসায়ীরা ব্যবসা করে আসছে। দিনকয়েক আগেই মহকুমা প্রশাসনের উদ্যোগে মাঠটির মাটি লেভেলিং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেলার উপযোগী করে তোলা হয়। সোমবার খুচরো ব্যবসায়ীরা বাজার মাঠে বসতে চাইলে মাঠের মধ্যে গর্ত করে অস্থায়ী দোকান তৈরি করতে বাধা দেওয়া হয়।
গর্ত করে বাঁশ দিয়ে অস্থায়ী দোকান তৈরি না করলে বিক্রির জন্য আনা কাপড় ও অন্যান্য সামগ্রী ক্রেতাদের জন্য সাজানো সম্ভব হবে না। তাই বাধ্য হয়ে খুচরো ব্যবসায়ীরা মনু-ছামনু রাস্তাটি অবরোধ করে। তাদের দাবি এই মাঠেই তাদের ব্যবসা করতে দিতে হবে, অন্যথায় বিকল্প জায়গা করে দিতে হবে। পরিস্থিতি সামাল দিতে মহকুমা প্রশাসনের তরফ থেকে আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে সমাধানের রাস্তা খোঁজা হচ্ছে বলে আশ্বস্ত করেন।