Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যআয়রন যুক্ত জল নিয়ে দুর্ভোগ গ্রামবাসীর

আয়রন যুক্ত জল নিয়ে দুর্ভোগ গ্রামবাসীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জানুয়ারি : সরকারের জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তর প্রতি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। কিন্তু কোন কোন বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের পরিবর্তে মিলছে আইরন যুক্ত জল।

এই অভিযোগটি গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক নং ওয়ার্ডের। এলাকায় বেশ কয়েক বছর আগে একটি জলের পাম্প মেশিন বসানো হয়েছিল। এর মধ্যে গত কয়েক মাস আগে ওই পাম্প মেশিনে সরকারের উদ্যোগে বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জলের জন্য ফিল্টার বসানো হয়। এবং ইতিমধ্যে ফিল্টার চালুও করা হয়। দেখা গেছে এক পাশে যাচ্ছে বিশুদ্ধ পরিশ্রুত জল, অন্য পাশে যাচ্ছে আইরন যুক্ত একেবারে লাল জল। যার ফলে এক পাশের লোকজন এই আয়রণযুক্ত জল পান করা তো দূরের কথা অন্যান্য কাজেও ব্যবহার করতে পারছে না।

স্থানীয়রা জানান, প্রায় সময়ই এভাবে আয়রণযুক্ত জল আসছে। যার ফলে এই জল তারা কোন কাজেই লাগাতে পারছে না। তারা জানান দীর্ঘদিন ধরে জলের পাইপের ভেতরে আইরন জমে আছে। তাদের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে টাইপের ভেতর আয়রন পরিষ্কার করছে না। যার ফলে এইভাবে আইরন যুক্ত লাল জল আসছে। খুব শীঘ্রই যেন জলের পাইপের ভেতরে পরিষ্কার করে বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য