স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জানুয়ারি : লোকসভা নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে ফের রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে সোনামুড়া মহকুমা জুড়ে। শুক্রবার রাতে সিপিআইএম অফিস ভেঙ্গে গুড়িয়ে দিল শাসকদলের দুষ্কৃতিরা বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায় সিপিআইএম রবীন্দ্রনগর অঞ্চল কমিটির অন্তর্গত সোনাপুড়ে একটি ব্রাঞ্চ অফিস রয়েছে।
শুক্রবার রাতে এই ব্রাঞ্চ অফিসটি ভেঙ্গে দেয় দুষ্কৃতিরা। শনিবার ব্রাঞ্চ অফিসটি সরজমিনে দেখতে যায় বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্বরা। স্থানীয় সিপিআইএম নেতৃত্বরা জানান শুক্রবার গভীর রাতে ওনাদের নিকট খবর যায় তাদের ব্রাঞ্চ অফিসটি ভেঙ্গে ফেলছে কিছু লোক। সাথে সাথে ওনারা পুলিশের সাথে যোগাযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর দেখতে পায় কিছু লোক পালিয়ে যাচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে শাবল সহ বেশকিছু সামগ্রী উদ্ধার করেছে, যে গুলি ব্রাঞ্চ অফিসটি ভাঙ্গার কাজে ব্যবহার করা হয়েছিল। সিপিআইএম নেতৃত্বরা আরও জানান বামপন্থী বিরোধীরা চক্রান্ত করে এই অফিসটি ভাঙ্গার চেষ্টা করেছে। ইতিপূর্বে দুইবার এই অফিসটি ভাঙ্গার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।