স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জানুয়ারি : জাতীয় পতাকা উত্তোলন করে অবমাননা! রাত নয়টার সময় এলাকাবাসীর নজরে আসতেই জাতীয় পতাকা নামানোর ব্যবস্থা করা হয়। এই অভিযোগটি উঠেছে সোনামুড়া মহকুমার অন্তর্গত বেজিমারা ও.এন.জি.সি চৌমহনি জেবি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে।
অভিযোগ, বেজিমারা ওএনজিসি চৌমহনি জেবি স্কুলে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। নিয়ম অনুসারে জাতীয় পতাকাটি সূর্যাস্তের সাথে সাথে নামিয়ে ফেলা, কিন্তু বিদ্যালয়ের কান্ডজ্ঞানহীন শিক্ষক-শিক্ষিকারা জাতীয় পতাকা উত্তোলন করার পর তা নামানোর নিয়মটুকু ভুলে গেছেন। দেখা গেছে বৃহস্পতিবার রাত নয়টা পর্যন্ত বিদ্যালয়ে জাতীয় পতাকা উড়ছে। স্কুলের আশেপাশের স্থানীয় লোকজন এই দৃশ্য দেখতে পেয়ে হতবাক! পরে এলাকাবাসী জাতীয় পতাকাটি নামিয়ে আনে। বেজিমারা জে বি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের এই ধরনের ভূমিকায় এলাকার লোকজনদের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ স্কুলে মোট চারজন শিক্ষক-শিক্ষিকা রয়েছে।
প্রধান শিক্ষিকার গাফিলতি ছিল তা আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু বাকি শিক্ষক শিক্ষিকাদেরও কি যে জাতীয় পতাকাকে পর্যন্ত শ্রদ্ধা করতে তারা ভুলে গেছেন ? প্রশ্ন উঠছে রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় দেশপ্রেম এবং দেশ সেবার পাঠদান নিয়ে যখন ভাবছে তখন এ ধরনের শিক্ষক শিক্ষিকা কিভাবে সমাজের মেরুদন্ড হবে? তাদের কাছে সমাজের কি প্রত্যাশা হবে? যাইহোক এই ধরনের ঘটনায় তার্জব এলাকাবাসী। শিক্ষক শিক্ষিকারা যদি জাতীয় পতাকাকে অবমাননা করে তাহলে তারা কিভাবে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তুলবেন? প্রজাতন্ত্র দিবসের দিন দেশের জাতীয় পতাকা নিয়ে এভাবে ছেলে খেলার কান্ডের বিরুদ্ধে শিক্ষা দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়।