স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ জানুয়ারি: কিছুদিন ধরেই আলোচনায় ব্রাজিলিয়ান ফুটবলের নতুন বিস্ময়বালক এনদ্রিক ফেলিপে। ব্রাজিলের ঘরোয়া ফুটবলে আলো ছড়িয়েই আলোচনায় আসেন এখনো কৈশোরের বৃত্তে থাকা এ স্ট্রাইকার।২০২২ সালের পালমেরাইসের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা (১৬ বছর ৩ মাস ৪ দিন) হয়ে আলো কেড়েছিলেন এনদ্রিক। এরপর তাঁর প্রতি ইউরোপের বিভিন্ন ক্লাব আগ্রহ দেখাতে শুরু করে। শেষ পর্যন্ত স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদই হতে যাচ্ছে তাঁর নতুন ঠিকানা।রিয়াল তাঁকে সই করালেও বয়স ১৮ পূর্ণ না হওয়ায় এখনই ক্লাবটিতে যোগ দিতে পারেননি। আগামী জুলাইতে ১৮ বছর পূর্ণ করেই আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দেবেন ব্রাজিলিয়ান ফুটবলের নতুন এই তারকা। আপাতত অলিম্পিক বাছাইয়ে নিজের ঝলক দেখাচ্ছেন এনদ্রিক। এর মধ্যে টানা দুই ম্যাচে দেশের জার্সিতে পেয়েছেন গোলও। অলিম্পিক বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তাঁর গোলেই ১-০ ব্যবধানে জিতেছে ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে গতকাল রাতে ব্রাজিলের ২-০ গোলের জয়েও প্রথম গোলটি এসেছে এনদ্রিকের কাছ থেকে। ম্যাচে তাঁর গোলেই শুরুতে এগিয়ে যায় ব্রাজিল। পরে ম্যাচের ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জন কেনেডি।
এদিন ম্যাচের ২৫ মিনিটের সময় বক্সের বাইরে প্রতিপক্ষ ডিফেন্ডারের কাছ থেকে স্লাইডে বল কেড়ে নেন এনদ্রিকই। সেই বল পেয়ে সতীর্থ কেনেডির নেওয়ার শট ফিরিয়ে দেন কলম্বিয়ান গোলরক্ষক। কিন্তু ফিরতি বল কাছাকাছি জায়গা থেকে জালে জড়িয়ে দলকে এগিয়ে দিতে ভুল করেননি এনদ্রিক। শুধু গোল করাই নয়, উদ্যাপন দিয়েও আলোচনায় এসেছেন এই ব্রাজিলিয়ান। গোলের পর দৌড়ে গিয়ে সতীর্থদের সঙ্গে দারুণ এক নাচে উদ্যাপন করেছেন। গোল উদ্যাপনের সময় প্রেমিকার ছবিও করে দেখান এই স্ট্রাইকার।ব্রাজিলের জার্সিতে এনদ্রিকের এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখে নিশ্চয় আলাদাভাবে তৃপ্তি পাবে রিয়াল মাদ্রিদ। আগামী মৌসুমে নিশ্চয় তাঁর কাছ থেকে এমন আগুনে পারফরম্যান্স এবং উদ্যাপন দেখতে চাইবে তারা। অলিম্পিক বাছাইয়ে ব্রাজিল নিজেদের পরের ম্যাচ খেলবে ২৯ জানুয়ারি রাতে। সে ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর।