স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জানুয়ারি : বৃহস্পতিবার বীর বিক্রম মেমোরিয়াল কলেজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অদ্বৈত মল্লবর্মণের ১১০ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি অদ্বৈত মল্লবর্মণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
মন্ত্রী বলেন, অদ্বৈত মল্লবর্মণ একজন বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক এবং সমাজ সংস্কারক ছিলেন। তাঁকে স্মরণীয় করে রাখতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জেলা ও কলেজগুলিতে অনুষ্ঠানের আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রজন্মকে অবহিত করা হবে তার আত্মত্যাগ এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা। যাতে অদ্বৈত মল্লবর্মনের আদর্শকে পাথেয় করে ছাত্রছাত্রীরা এগিয়ে যায়। এদিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিল কলেজের ছাত্রছাত্রীরা।