Friday, February 7, 2025
বাড়িরাজ্যকরোনায় মৃত : ৫০ জন উত্তরসূরীর হাতে ৫০ হাজার টাকা করে...

করোনায় মৃত : ৫০ জন উত্তরসূরীর হাতে ৫০ হাজার টাকা করে তুলে দেওয়া হয়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি। ২০২১ সালের ১ জানুয়ারী থেকে করোনায় মৃত ব্যক্তির পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার জন্য দেশের সুপ্রিম কোর্ট রায় দেয়। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দ্বিতীয় দিন সদর মহকুমা শাসকের কার্যালয়ে  প্রায়  ৫০ জন উত্তরসূরীর হাতে ৫০ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। সদর মহকুমা শাসকের কার্যালয়ে  মহাকুমা শাসক অসীম সাহা ও অতিরিক্ত মহাকুমা শাসক বিনয় ভূষণ দাসের উপস্থিতিতে এই সহায়তা প্রদান করা হয়।

 সদর মহকুমা শাসক অসীম সাহা জানান কোভীডের কারনে যারা ২০২১ সালে প্রয়াত হয়েছেন তাদের উত্তরসুরীদের নতুন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা করা হচ্ছে। আগে ছিল সরকারী চাকুরী জিবি হলে সেই অর্থ পেতেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ও  রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রত্যেকেই এই সহায়তা পাবে। তবে সরকারী চাকুরী জীবির উত্তর সুরীদের লিখিত দিতে হবে তারা ডাই ইন হার্নেসের সুবিধা নেবেন না। আগে এই সুযোগ গুলি ছিল না । সদর মহকুমায় ১২৪ জনের কোভীডে  মৃত্যু হয়েছে। সদরকে চারটি জোনে ভাগ করে টিম গঠন করে পরিবারের সদস্যদের খুঁজে বার করা হচ্ছে। এতে কিছুটা সময় লাগছে। ঠীকানা সঠিক না দেওয়ায় এই সমস্যা। ইতিমধ্যে ৫০ জনের একাউন্টে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। কিছু কিছু পরিবারের প্রয়োজনীয় কাগজ নেই। আবার কেউ আছেন তাদের পরিবারের সদস্যরা বহিঃ রাজ্যে থাকেন। এই সমস্ত দিক মাথায় রেখেই কাজ করা হচ্ছে। সকলকে সরকারী সাহায্য গ্রহণ করার আহ্বান জানান সদর মহকুমা শাসক অসীম সাহা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য