Monday, February 17, 2025
বাড়িখেলাভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজে দর্শকদের অনুমতির জন্য বিসিসিআইকে অনুরোধ সিএবি-র

ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজে দর্শকদের অনুমতির জন্য বিসিসিআইকে অনুরোধ সিএবি-র



কলকাতা, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ইডেন গার্ডেনে দর্শকদের অনুমতি চেয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) অনুরোধ করেছে। বিসিসিআই থেকে প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে সিএবি। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতার ইডেন গার্ডেনে টি-২০সিরিজে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

সিএবি-এর এপেক্স কাউন্সিল মিটিংয়ে ইডেন গার্ডেনের ফ্লাডলাইট সিস্টেমের সংস্কার এবং ডিএমএক্স সুবিধা সহ দ্রুততম সময়ে এলইডি সিস্টেম ইনস্টল করা প্রয়োজন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এপেক্স কাউন্সিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য অভিষেক পোরেল এবং রবি কুমারকে তার ব্যতিক্রমী বোলিং পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য