স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি : আগামী শনিবার রাজ্যে ফিরছেন সদ্য বিজেপি দল ছেড়ে আসা দুই বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আশীষ কুমার সাহা। এদিন রাজ্যের ফেরার পর তাদের স্বাগত জানানো হবে। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে দুপুর সাড়ে বারোটার সময় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ রায় বর্মন এবং আশীষ কুমার সাহাকে বরণ করে নেওয়া হবে। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি মানিক দেব।
তিনি আরো বলেন সুদীপ রায় বর্মন এবং আশীষ কুমার সাহার সাথে রাজ্যে সাংগঠনিক কাজে আসবেন রাজ্য প্রভারী অজয় কুমার। কারণ মূল লক্ষ্য হলো ২০২৩ -এ রাজ্যকে অপশাসন থেকে মুক্ত করা। কারণ রাজ্যে আইন-শৃঙ্খলা অস্তিত্ব নেই। খুন আত্মহত্যা মতো ঘটনা প্রতিদিন বেড়েই চলেছে। সারা রাজ্যে অরাজক পরিস্থিতি চলছে। তাই বহু নেতৃত্ব বিজেপি ছেড়ে কংগ্রেসে আসার সিদ্ধান্ত নিয়েছে। সুদীপ বর্মন এবং আশীষ কুমার সাহার সাথে দিল্লিতে অনেক অবস্থান করেছেন। উপযুক্ত সময়ে তাদের নাম ঘোষণা করা হবে। তারা প্রতিনিয়ত দলের সাথে যোগাযোগ রাখছেন। এতে কংগ্রেসের শক্তি আরো বেশি বাড়ছে। যারা কংগ্রেস থেকে বিজেপি’তে যোগদান করেছিল তাদের কংগ্রেস ফেরার জন্য আহ্বান জানান তিনি। আগামী দিনে ঐক্যবদ্ধ কংগ্রেস বিধানসভা লড়বে বলে আশা ব্যক্ত করেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী লক্ষ্মী নাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।