Monday, February 10, 2025
বাড়িরাজ্যদুই দেশের সুসম্পর্ক সুদীঢ় করতে সহকারি হাই কমিশনারের সাথে মন্ত্রীর বৈঠক

দুই দেশের সুসম্পর্ক সুদীঢ় করতে সহকারি হাই কমিশনারের সাথে মন্ত্রীর বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি :আগরতলায় বাংলাদেশের হাইকমিশনের নবনিযুক্ত সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও প্রথম সচিব মোঃ এস.এম আসাদুজ্জামান বৃহস্পতিবার মহাকরণে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে সচিবালয়ের অফিস কক্ষে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। আগামী ২৩ ফেব্রুয়ারী আগরতলায় দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব আগরতলা ২০২২-এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য। আমন্ত্রণ পত্র তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রীর হাতে তোলে দেন। ত্রিপুরা-বাংলাদেশের মধ্যে আরও সু-সম্পর্ক তৈরি করতে আলোচনা হয়।

মন্ত্রী সুশান্ত চৌধুরী ও বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ উভয়েই নিজ নিজ অবস্থান থেকে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে আরো সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে আলোচনা করেন। বিশেষ করে ক্রীড়া-সংস্কৃতি সহ বহুমাত্রিক যোগাযোগ ও সহযোগিতা আরও সম্প্রসারিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে একে অপরকে আশ্বস্ত করেন। আলোচনা চলাকালীন মন্ত্রী সুশান্ত চৌধুরী বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের চেয়েও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কটা অনেক মজবুত ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। দুই দেশের সাংস্কৃতিক জগতের মধ্যে অনেক মিল রয়েছে। এই কারণে আবহমান কাল থেকে উভয় দেশ সাংস্কৃতিক দিক থেকে ঘনিষ্ঠ ভাবে সম্পর্কিত। সাংস্কৃতিক দিক থেকে দুই দেশের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের সাংস্কৃতিক দল যেমন ভারতে তাদের কার্যক্রম প্রদর্শন করে, তেমনি ভারতীয় সাংস্কৃতিক দলও বাংলাদেশে তাদের কার্যক্রম উপস্থাপন করে। এর মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক অঙ্গনের একটি শক্তিশালী সেতু বন্ধন রচিত হয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে সর্বক্ষেত্রে একটা সহযোগিতামূলক মনোভাব থাকলে প্রতিবেশী উভয় দেশেরই উন্নয়ন করা অনেক সহজ হয় বলে অভিমত ব্যক্ত করেন। যেকোনো সমস্যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করার পাশাপাশি নানা উন্নয়নমূলক বিষয়ে এক সঙ্গে কাজ করা যায়। প্রতিবেশী রাষ্ট্রের জনগণও যাতে সুফলটা পেতে পারে সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আন্তরিকভাবে  সবসময়ই কাজ করে চলেছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি উভয় দেশের জনগণের আস্থা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও  বলেন, ভারত বাংলাদেশ উভয় দেশ ভ্রাতৃত্বের বন্ধনের মতোই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সম্পর্ককে স্থায়ী ভিত্তি দিতে সাংস্কৃতিক ও ক্রীড়াক্ষেত্রে বন্ধন সুদৃঢ় করা দিকে প্রধান লক্ষ্য হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন, সীমান্তের কাঁটাতারের বেড়া সীমানার মাধ্যমে  বিভক্ত করলেও  সাংস্কৃতিক বাঁধন কোনদিনই ছিন্ন হয়নি। দু‘দেশের একই ধারার সাংস্কৃতিক বন্ধন ভারত-বাংলাদেশের মাঝে প্রধান সেতুবন্ধন রচনা করে চলেছে সুদীর্ঘ বছর ধরে। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক দীর্ঘদিনের। ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পৃষ্ঠপোষকতায় ত্রিপুরা রাজ্যের সাংস্কৃতিক দলগুলো এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মানচিত্র বদলে গেলেও মানুষের জীবনযাত্রা ও তাঁর সংস্কৃতি কখনোই পাল্টায় না। কারণ একই প্রকৃতির মধ্যে সংস্কৃতি, রীতিনীতি গড়ে ওঠে শত শত বছর ধরে। তার মধ্যে সাদৃশ্যতাও থাকে প্রচুর। তাই ভৌগোলিক ভাবে কোনও রাষ্ট্রের সীমানা নতুনভাবে গঠিত হলেও সংস্কৃতির বদলায় না। তা নদীর মতোই প্রবহমান থাকে অনন্তকাল ধরে। বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রেও এটা প্রযোজ্য।

ত্রিপুরা-বাংলাদেশের শিল্প-সংস্কৃতিতেও রয়েছে নানাবিধ মিল। এই মিল চলে আসছে বহু বছর ধরে। যার সুত্র ধরেই ত্রিপুরার সাংস্কৃতিক বন্ধন আরও জোরালো হচ্ছে। এই সম্পর্ক থেকেই সীমানার উভয় প্রান্তের মানুষেরা  পাচ্ছেন একে অপরের থেকে নানা ধরনের সুযোগ সুবিধা।

স্বাভাবিক কারণেই সম্পর্কের স্থায়ী ভিত্তি দিতে এবং ত্রিপুরার সাথে বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করার জন্য ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। আলোচনায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ -কে আশ্বাস প্রদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উল্লেখ্য, আগরতলায় বাংলাদেশের নতুন সহকারী হাই কমিশনার হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন আরিফ মোহাম্মদ। তিনি মোহাম্মদ জোবায়েদ হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন। আরিফ মোহাম্মদের আগে জাপানের টোকিওতে  বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য