Monday, February 10, 2025
বাড়িরাজ্যনৈশ কারফিউ রাত ১১ থেকে ভোর ৫ টা

নৈশ কারফিউ রাত ১১ থেকে ভোর ৫ টা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি : রাজ্যে করোনা সংক্রমণ আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। নৈশ কারফিউ রাত ১০ টার পরিবর্তে ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি রাখা থাকবে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নৈশ কারফিউ বলবৎ থাকবে বলে নির্দেশিকা জারি করেছেন মুখ্য সচিব কুমার আলক। পাশাপাশি একাধিক বিষয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে।

সভা-সমাবেশের ক্ষেত্রে ৫০ শতাংশ মানুষ জমায়েত করা যাবে। সিনেমা হল, মাল্টিপ্লেক্স, সুইমিং পুল, জিমনাস্টিক, স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম  ইত্যাদি ক্ষেত্রে ৫০ শতাংশ লোক নিয়ে খোলা রাখা যাবে। বিউটি পার্লার, শপিং মল, বাণিজ্যিক প্রতিষ্ঠান সকাল ৬ টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা রাখা যাবে। ক্রেতা বিক্রেতার মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক পরিধান করতে হবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনত কঠোর ব্যবস্থা। পাশাপাশি সামাজিক অনুষ্ঠান থেকে রাতে বাড়ি ফেরার সময় অবশ্যই সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার বৈধ প্রমাণপত্র সাথে রাখতে হবে। অফিস আদালতে ১০০ শতাংশ কর্মচারী উপস্থিত থাকতে হবে নির্দেশিকায় জানানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য