স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জানুয়ারি : ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক, এন বি সি সি এবং আনন্দনগরের রামকৃষ্ণ ফ্যাক্সের মধ্যে এক ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষরিত অনুষ্ঠিত হয় সোমবার আগরতলার সমবায় সমিতির কার্যালয়ে।
এই মৌস্বাক্ষর অনুযায়ী আনন্দনগরে একটি অত্যাধুনিক মডেলের খাদ্যশস্যের গুদামঘর নির্মাণ করা হবে। যার প্রস্তাবিত বরাদ্দ অর্থ ধরা হয়েছে ১ কোটি ৮৬ লক্ষ টাকা। রাজ্যের মোট আটটি জেলায় এই খাদ্যশস্যের গুদামঘর নির্মাণ করা হবে। আর পশ্চিম জেলার গুদামঘরটি হবে আনন্দ নগরে। ভারত সরকারের মিনিস্ট্রি অব কো অপারেশন এর পরিকল্পনা অনুযায়ী রাজ্যের আটটি জেলায় খাদ্যশস্যের গুদামঘর নির্মাণের প্রকল্প বাস্তবায়িত করা হবে।
খাদ্যশস্যের গুদামঘর নির্মাণ হয়ে গেলে কৃষিজাত পণ্য মজুদ করার ক্ষেত্রে সমস্যা মিটে যাবে বলে ধারণা করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন ত্রিপুরা সরকারের আরসিএস সুইথুইফ্রু মগ। এই মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের এমডি ভজন রায় সহ এন বি সি সি এবং রামকৃষ্ণ ফ্যাক্স এর পদাধিকারী।