স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জানুয়ারি: রাস্তা ও ড্রেনের সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা দক্ষিণ জয়নগরের ঘোষপাড়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে আছে। নেই পাকা ড্রেন। স্বাভাবিক ভাবেই চলাচল করতে যেমন লোকজনের সমস্যা হয়, তেমনি বর্ষাকালে ড্রেন না থাকায় জল ঢুকে যায় বাড়ি ঘরে।
এতে অসুবিধার সম্মুখীন হন লোকজন। এসব সমস্যা সুরাহার দাবি জানিয়ে আসছেন লোকজন। সমস্যার কথা জানানো হয় মেয়রকে। শনিবার মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কর্পোরেটর তুসার কান্তি ভট্টাচার্য সহ স্থানীয় কর্পোরেটর এলাকাটি পরিদর্শন করেন। লোকজনের সঙ্গে কথা বলেন। পরে মেয়র জানান আগরতলা শহরে অনেক রাস্তা ড্রেন তৈরি করা হচ্ছে। তিনি জানান এই রাস্তা তৈরি করতে হলে জায়গার সমস্যা আছে কিনা কিংবা বেদখল আছে কিনা তা নিয়ে এই মাসের মধ্যে স্থানীয়দের সঙ্গে কথা বলা হবে। সহসাই সমস্যা সুরাহা করা হবে বলে আশ্বাস দেন তিনি।