Friday, February 7, 2025
বাড়িরাজ্যদিনে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ, রাতে পুনরাবৃত্তি, তছনছ গৃহস্থের বাড়ি ঘর

দিনে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ, রাতে পুনরাবৃত্তি, তছনছ গৃহস্থের বাড়ি ঘর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জানুয়ারি: “বন্যহাতি পাকড়াও করে অন্যত্র নিয়ে যাওয়া হবে, শান্তিতে থাকতে পারবে এলাকার লোকজন”- মন্ত্রী বিকাশ দেববর্মার আশ্বাসের ২৪ ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই বন্য হাতির দল শুক্রবার রাতেও তান্ডব চালিয়ে এক গৃহস্থের বাড়িঘর ভেঙ্গে তছনছ করে দেয়। ঘটনা মন্ত্রী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাটের সুভাষ শর্মা পাড়ায়।

এলাকার বাসিন্দা অনিতা দাস সরকার নামের এক মহিলার বাড়িতে রাতের অন্ধকারে বন্য হাতি আক্রমণ চালিয়ে বসত ঘর সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে তছনছ করে দেয়। অভিযোগ, ঘটনার সময় বন দপ্তরের কর্মী বাবুদের দেখা না মিললেও ঘটনার পর এ.ডি.এস টিমের ভলান্টিয়াররা ঘটনাস্থলে যায়। এছাড়া অনিতা দেবীর আরো অভিযোগ, এর আগে বেশ কয়েকবার তার বাড়িতে বন্য দাতাল হাতির আক্রমণ হলেও ভাগ্যে জোটেনি কোন প্রকার সরকারি সাহায্য।

 তাছাড়া এলাকার জনপ্রতিনিধিরাও অনিতা দেবীকে আশ্বাস দেওয়া তো দূরের কথা উনার বাড়ি মুখী হননি, যদিও এলাকার বেশ কয়েকজন জনপ্রতিনিধি শনিবার সকালে দায় সাড়া মনোভাব নিয়ে উনার বাড়ি পরিদর্শন করতে আসে। কিন্তু কোন সাহায্যের কথা না বলে জানান তারা কি করবে? উল্লেখ্য, শুক্রবার সকালে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষ্ণপুর বিধানসভা এলাকার আমজনতা’রা দলমত নির্বিশেষে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে। ওই সময় অবরোধস্থলে এসে মন্ত্রী বিকাশ দেববর্মা এলাকাবাসীদের আশ্বস্ত করেছিল হাতিগুলো পাকড়াও করে আগামী কিছুদিনের মধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে, শান্তিতে থাকতে পারবে আমজনতা। কিন্তু এর মধ্যে আবারো পুনর্বৃত্তি হল গ্রামে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য