স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জানুয়ারি: ধর্মনগর মোটর স্ট্যান্ডের যাতায়াতের ব্রীজ শনিবার সকাল থেকে বিকল হয়ে পড়ায় সৃষ্টি হয় যানজট। জানা যায়, ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে জুরি নদীর উপর দুটি ব্রিজ রয়েছে, একটি শহরে প্রবেশের পথ এবং অপরটি শহর থেকে বের হওয়ার। তার মধ্যে শহর থেকে বের হওয়ার যে ব্রিজটি রয়েছে, এটি শনিবার সকাল থেকে বিকল হয়ে যাওয়ায় যানজট চরম আকার ধারণ করেছে।
শুধুমাত্র শহরে প্রবেশের ব্রিজটি দিয়ে যাতায়েত করতে হওয়ায় এবং ব্রিজের প্রসস্থ কম হওয়ায় একই সাথে গাড়ি যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়। উল্লেখ্য বিকল হওয়া ব্রিজটি ভাঙ্গার পর নতুন করে নির্মাণের জন্য টেন্ডার ইতিমধ্যেই হয়ে গেছে বলে সূত্রে খবর। যদিও কাজ শুরু হয়নি। আপাদকালীন পরিস্থিতিতে দুই দিকে দুইটি ব্রিজ বানিয়ে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তার মধ্যে একটি ভেঙ্গে যাওয়ায় যানজট যেমন চরম আকার ধারণ করেছে, তেমনি সাধারণ মানুষের জীবন যাপন শনিবার সকাল থেকে বিশাল অন্তরায় সৃষ্টি করছে।