স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জানুয়ারি: শনিবার রাজধানীর লিচু বাগান স্থিত ব্যাম্বু এন্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কার্যালয়ে কনফারেন্স হলে শিল্পী গুরুদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা। তিনি এই দিন ব্যাম্বু শিল্পীদের সাথে কথা বলেন।
শিল্পীদের কাছ থেকে তাদের সুবিধা-অসুবিধার কথা শুনেন। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সান্তনা চাকমা জানান, ব্যাম্বু শিল্পকে আরো কীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে বিষয়ে আলোচনা করেন শিল্পীদের সাথে। পাশাপাশি তাদের দ্বারাও এক ত্রিপুরা, উন্নত ত্রিপুরা গড়ে তুলতে অনুপ্রেরণা দেন বলে জানান মন্ত্রী সান্ত্বনা চাকমা। এই শিল্পকে কাজে লাগিয়ে আগামী দিনে ত্রিপুরা অগ্রসর হবে।
ছেলে মেয়েদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, রোজগারের জন্য যাতে ব্যাম্বু শিল্পকে তারা বেছে নেয়। শিল্পের প্রতি মানুষের আরও বেশি উৎসাহিত হতে হবে। পাশাপাশি সকলকে সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আগামী দিনে শিল্পীদের আরো কিভাবে সহযোগিতা করা যায় সেদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হবে। শিল্পীদের উন্নয়নের মাধ্যমেই আত্মনির্ভর ত্রিপুরা গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী। এদিন মধ্যে শিল্পগুরুদের হাতে পুরস্কার তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।