Saturday, February 15, 2025
বাড়িরাজ্যনেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পক্ষ থেকে এবছর থাকবে ২৪ টি থিম

নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পক্ষ থেকে এবছর থাকবে ২৪ টি থিম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিন উপলক্ষে বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হবে বিভিন্ন অনুষ্ঠান। শনিবার স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা বর্ণালী মজুমদার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ বিষয়ে বিস্তারিত জানান।

 তিনি বলেন, আগামী ২৩ জানুয়ারি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে। সঙ্গে থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রতিবছরের মত এ বছরও যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। এবছর ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম জয়ন্তী উপলক্ষে যে শোভাযাত্রার অনুষ্ঠিত হবে তার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন থিম তুলে ধরা হবে। এবার তৃতীয় শ্রেণি চতুর্থ শ্রেণি এবং পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা ছয়টি গ্রুপের মাধ্যমে অংশগ্রহণ করবে। এবং ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করে মিছিলে অংশ নেবে।

 অপরদিকে দশম শ্রেণীর পড়ুয়ারা শঙ্খ বাহিনী এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ভলান্টিয়ার হিসেবে নিয়োজিত হয়েছে। স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা টেবলো নিয়ে বের হবে বলে জানান শিক্ষিকা বর্ণালী মজুমদার। এ বছর শোভাযাত্রায় মোট ২৪ টি থিম থাকবে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বাইরে আরো ৬ টি থিম থাকবে। এছাড়াও আরো থিম আসার সম্ভবনা রয়েছে। বাঙালির কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতির মেলবন্ধনে এবারের থিমগুলি সকলের সামনে তুলে ধরা হবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য