স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি : আমাদের একটাই আর্জি, আমাদের নিরাপদে বাচার ব্যবস্থা করে দিন। বন্য দাতাল হাতির উন্মুক্ত তাণ্ডবে আতঙ্কিত মধ্য কৃষ্ণপুর এলাকার বাসিন্দারা এই কাতর আর্জি জানালেন সরকারের নিকট। প্রায় প্রতিরাতে মধ্য কৃষ্ণপুর এলাকার বাড়ি ঘরে উন্মুক্ত তাণ্ডব চালাচ্ছে বন্য দাতাল হাতি। কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন বন দপ্তর।
তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন এই মধ্য কৃষ্ণপুর এলাকাটি। এই এলাকার জঙ্গলে বসবাস বন্য দাতাল হাতির। জঙ্গলে খাবারের সঙ্কট দেখা দেওয়ার ফলে বন্য দাঁতাল হাতির দল প্রায় প্রতিরাতে লোকালয়ে এসে তাণ্ডব লিলা চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রাত্রি যাপন করছে মাসের পর মাস, বছরের পর বছর। মঙ্গলবার রাতে বন্য দাতাল হাতির দল মধ্য কৃষ্ণপুর এলাকার এক বাড়িতে তাণ্ডব চালায়। গভীর রাতে বাড়ির লোকজন যখন মাটির ঘরে ঘুমাচ্ছিল, ঠিক তখন বন্য হাতি মাটির ঘরে হামলা চালায়। মাটির দেওয়াল ভেঙ্গে পরে হুরমুরিয়ে। অল্পের জন্য প্রানে বাচে পরিবারের সকলে। প্রান বাঁচাতে সকলে আশ্রয় নেয় খাটের নিচে। আতঙ্কিত পরিবারের লোকজনদের একটাই দাবি তাদের নিরাপদে বসবাস করার ব্যবস্থা করে দিক সরকার। মঙ্গলবার রাতে হাতি দুই বস্তা ধান খেয়ে নেয় বলেও জানান পরিবারের এক সদস্য। প্রায় প্রতি রাতে বন্য হাতির দল উন্মত্ত তাণ্ডব চালালেও এলাকায় দেখা মিলে না বন দপ্তরের কর্মীদের। ঘটনার পর বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়ে আসে। তাতে এলাকাবাসিদের কোন লাভ হয় না। আনুমানিক এক বছর পূর্বে বন দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বন্য দাতাল হাতির গতিবিধির উপর নজরদারি চালানোর। সেই উদ্যোগও মাঝ রাস্তায় থমকে যায়। বর্তমানে এক প্রকার আতঙ্কের মধ্যে রাত্রি যাপন করে এলাকার লোকজন। এখন দেখার সরকার কি ব্যবস্থা গ্রহণ করে।