স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জুন : ছুটির দিনে বিশালগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে লোহার রড চুরি করতে গিয়ে হাতেনাতে আটক ২ চোর। জানা যায় বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে কিছু নির্মাণ কাজ চলছে। তার জন্য স্কুলে লোহার রড এনে রাখা হয়েছিল। নেশাগ্রস্ত অবস্থায় দুই যুবক নেশার টাকার জন্য এইদিন স্কুলে লোহার রড চুরি করতে যায়। তখন এলাকাবাসিরা তাদেরকে হাতেনাতে আটক করে ফেলে।
পরবর্তী সময় এলাকাবাসীরা ধৃত দুই যুবককে উত্তম-মধ্যমদিয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেয়। স্কুলের নৈশ প্রহরীর দায়িত্বে থাকা এক যুবক জানায় দীর্ঘ সময় ধরে ধৃত দুই যুবক স্কুলের সামনে ঘুরা ঘুড়ি করছিল। তারপর তিনি দেখতে পান ঐ দুই যুবক স্কুলে প্রবেশ করে লোহার রড গুলি এক জায়গায় জড়ো করছিল। তখন তিনি ঐ দুই যুবককে আটক করেছেন।