স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি : মানুষের কাছে মৌলিক অধিকার সঠিকভাবে পৌঁছানো সরকারের মূল লক্ষ্য। তাই সরকার বিকাশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন মেলা ২.০ -এর উদ্যোগ গ্রহণ করেছে। বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক বিকাশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন মেলা ২.০ -এর আনুষ্ঠানিক উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রদীপ প্রজ্জ্বলন করে রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, স্বচ্ছতার সাথে কিভাবে সরকার চালাতে হয় তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখিয়ে দিয়েছেন। আর প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে রাজ্য সরকার কাজ করে চলেছে। কিভাবে মানুষের আর্থিক উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ও স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করা যায় সেদিকে গুরুত্ব দিয়েছে সরকার। এবং আর্থিক, শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সুযোগ-সুবিধা যাতে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায় তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১৫ নভেম্বর বিকাশিত ভারত সংকল্প যাত্রা এবং সুশাসন ২.০ -র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
সারা দেশের মতো ত্রিপুরা রাজ্যেও কিভাবে সুযোগ-সুবিধা গুলি মানুষের কাছে পৌঁছায় তার জন্য বিকশিত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ কর্মসূচির উদ্যোগ নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়নের জন্য ১৬ টির মত গ্যারান্টি গাড়ি রাজ্যে পাঠিয়েছে। গাড়িগুলি সারা রাজ্যে ঘুরে এল.ই.ডি স্কিনের মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত করার পাশাপাশি মানুষের কাছে জনকল্যাণমূলক সুযোগ-সুবিধা পৌঁছাতে পারে সে বিষয়ে অবহিত করছে। কারণ এই সরকার মানুষের ঘরে ঘরে পৌঁছাতে চাইছে। সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে একটি আউটলেট গাড়ির উদ্বোধন করা হয়। মৎস্য ব্যবস্থার প্রকল্পে উপর এ গাড়িটি প্রচার করবে রাজ্যের গ্রাম, পাহাড়, শহর সর্বত্র বলে জানান মু্খ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পশ্চিম জেলাশাসক ডঃ বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিক।