স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি : সাব্রুমের দমদমা স্থিত পশু হাসপাতাল সংলগ্ন খাদ্য দপ্তরের চালের গোডাউনের লরির চাপায় পিষ্ট ফুড গোডাউনের স্টোর কিপার। অন্যান্য দিনের মতন আজকেও খাদ্য দপ্তরের গোডাউনে চালের বস্তা নিয়ে আসেন TR 01 AS 1635 -এর লরি চালক। লরি চালক উদয়পুরের বাসিন্দার জাকির হোসেন।
আজকেও চালের বস্তা গুনার পর খাদ্য দপ্তরের চালের গোডাউনের অন্যান্য কর্মরত শ্রমিকরা চিৎকার শুনতে পেয়ে এসে দেখে লরির চাকায় পিষ্ট সুভাষ মহাজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাব্রুমের দমকল কর্মীরা। সাথে সাথে নিয়ে আসে সাব্রুম মহকুমা হাসপাতালে। সাব্রুম মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। আর মুহূর্তের মধ্যেই লরি চালক জাকির হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আর এই ঘটনার খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাব্রুম থানার পুলিশ। শুরু হয় তদন্ত বলে জানান মৃত সুভাষ মহাজনের মেয়ে তনুশ্রী মহাজন।