স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি : আগামী ২২ জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে। রাম মন্দির উদ্বোধনের দিনে রাজ্যেও প্রতিটি মন্দিরে মন্দিরে বিভিন্ন কার্যক্রম হবে। ১০৮ বার রাম জপ করা হবে। মঠ- মন্দিরে এল ই ডি, প্রজেক্টারের মাধ্যমে হিন্দু সমাজে দেখানোর ব্যবস্থা করা হবে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে।
বুধবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানান বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ- পূর্ব প্রান্তের সংগঠন মন্ত্রী। এদিন সংগঠনের ত্রিপুরা উপ প্রান্তের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। সংগঠন মন্ত্রী এদিন আহ্বান জানান ত্রিপুরার সমস্ত হিন্দু সমাজের কাছে এই কার্যক্রমে এগিয়ে আসার জন্য। ২২ জানুয়ারি প্রতিটি বাড়িতে ৫ টি মাটির প্রদীপ প্রজ্জ্বলিত করার জন্য। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অন্যান্য কার্যকর্তারাও।