স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি : সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত এক মোটর বাইক চালক। ঘটনাটি ঘটে সিধাই থানা এলাকায়। জানা গেছে মোহনপুর তালতলা এলাকার বাসিন্দা সুরজিত সিনহা।
পেশায় তিনি একজন বেসরকারি সংস্থার বেসরকারি নিরাপত্তা রক্ষী। বাড়ি থেকে বাইকে ইন্দ্রনগরে ডিউটিতে আসছিলেন। পথে বামুটিয়া কালীবাজার এলাকায় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে রাস্তায় লুটিয়ে পড়েন বয়স ৫৮-র এই ব্যক্তি। সঙ্গে সঙ্গে উনাকে জিবিতে নিয়ে আসা হয়। এদিকে স্থানীয়রা গাড়িটি আটক করে সিধাই থানার পুলিসের হাতে তুলে দিয়েছে।