স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি : নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল উদয়পুরের আর.কে পুর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার রাতে উদয়পুরের বন্দুয়ার এলাকায় ওসি বাবুল দাসের নেতৃত্বে পুলিশ ও টিএসআর অভিযান চালিয়ে ড্রাগসের ব্যবসার সাথে যুক্ত পাঁচ জনকে গ্রেফতার করে।
ধৃতদের তল্লাশি চালানোর পর উদ্ধার হয় ২৭২ টি ব্রাউন সুগারের কৌটা। এছাড়াও পুলিশ পাঁচটি মোবাইল এবং TR-07D-0533 নাম্বারের একটি ওয়াগনার গাড়ি বাজেয়াপ্ত করে। ধৃতদের বিরুদ্ধে আর.কে পুর থানায় এন.ডি.পি.এস ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ। পুলিশের এই সাফল্যের বিষয়ে জানান মহাকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা।