Monday, February 17, 2025
বাড়িরাজ্যবকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে সাফাই কর্মীদের বিক্ষোভ

বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে সাফাই কর্মীদের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি : র্পাঁচ মাস ধরে বেতন পাচ্ছে না সাফাই কর্মীরা। এর প্রতিবাদে অমরপুর নগর পঞ্চায়েতের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে শামিল হয় বুধবার। সাফাই কর্মীরা জানান, নগর পঞ্চায়েতের বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের কাজে নিয়োজিত আছেন তারা। কিন্তু দীর্ঘ পাঁচ মাস ধরে তাদের বেতন মিটিয়ে দেওয়া হচ্ছে না।

 এর আগেও এ ধরনের সমস্যার শিকার হয়েছেন সাফাই কর্মীরা।তারা প্রতিনিয়ত এভাবে সমস্যার শিকার হয়ে পরিবার পরিচালনা করতে বিপাকে পড়ছে। তাই এদিন ২৮ জন সাফাই কর্মী সঙ্ঘবদ্ধ হয়ে ফটকে তালা দিতে বাধ্য হয়েছেন। এবং তারা জানান, নগর পঞ্চায়েত থেকে চেক নিয়ে ব্যাংকে যাওয়ার পরেও তাদের সেই চেক দিয়ে মিলছে না টাকা। এ ধরনের সমস্যা তাদের অতিষ্ঠ করে তুলছে। এবার ধরছেন বাঁধ ভেঙে যাওয়ায় বাধ্য হয়ে তালা ঝুলিয়েছে বলে জানান। বিক্ষোভের খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ সহ নগর পঞ্চায়েতের কর্মকর্তারা অফিসে ছুটে আসেন। মহিলা শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে আন্দোলন প্রত্যাহারে ব্যার্থ হয় নগর পঞ্চায়েতের কর্মীরা। তবে সাফাই কর্মীরা এদিন স্পষ্ট জানিয়ে দেন প্রতিমাসে কিভাবে তাদের হয়রানি করা আর চলবে না। এভাবে হয়রানির শিকার হলে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বাধ্য হতে পারে বলে জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য