স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি : রাজ্যের অর্থমন্ত্রী ও বিধায়কের হাত ধরে উদয়পুর মহকুমা হাসপাতালে উদ্বোধন হল আলট্রাসনোগ্রাফি মেশিন। বুধবার প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক আল্ট্রাসনোগ্রাফি মেশিন উদ্বোধন হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রাজ্যের অর্থমন্ত্রী প্রণোজিৎ সিংহ রায় বলেন, বামফ্রন্ট সরকারের চেয়েছিল মহকুমা হাসপাতালকে বন্ধ করে দিতে, কিন্তু তখন আন্দোলনের ফলে বামফ্রন্ট সরকার তা করতে পারে নি, যার ফলে বর্তমানে ভারতীয় জনতা পার্টি দলের স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। যার ফল পাচ্ছে সাধারণ মানুষ। সরকার চাইছে স্বাস্থ্য পরিষেবা যেন মানুষের হাতের নাগালে থাকে। আর সেই পরিকল্পনা ধীরে ধীরে বাস্তব রূপ নিচ্ছে বলে জানান মন্ত্রী।