Sunday, September 8, 2024
বাড়িরাজ্যবিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে উত্তেজিত রোগীর পরিজন

বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে উত্তেজিত রোগীর পরিজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জানুয়ারি : বিনা চিকিৎসায় মৃত্যু হলো এক রোগীর বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে করবুক মহকুমা শিলাছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মঙ্গলবার সকালে চরম উত্তেজনা সৃষ্টি হয়। রোগীর পরিবারের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে সাতটার নাগাদ করবুক মহকুমা শিলাছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বদেশ চাকমা নামে হৃদরোগে আক্রান্ত এক রোগীকে নিয়ে যাওয়া হয়।

 কিন্তু সকাল আটটা পর্যন্ত বিনা চিকিৎসায় রোগীকে ফেলে রাখার পর নতুন বাজার হাসপাতালে স্থানান্তর করা হয় রোগীকে। কিন্তু সে সময় রোগীর মৃত্যু হয়েছে। পরবর্তী সময় পৌনে দশটার নাগাদ হাসপাতালে চিকিৎসক মশায়ের আবির্ভাব হয়েছে। তখন রোগীর পরিবারের লোকজনেরা উত্তেজিত হয়ে পড়ে। মৃত রোগীর পরিবারের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত রণিত দাস হাসপাতাল খালি ফেলে আগরতলা স্থিত বাড়িতে চলে এসেছিলেন। যার কারণে এদিন হাসপাতালে রোগীকে ফেলে রেখে রোগীর পরিবার চিকিৎসককে আবাসনের পর্যন্ত গিয়ে খোঁজাখুঁজি করেছে। কিন্তু নার্স সহ হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকের ধারণা তিনি আগরতলা স্থিত বাড়ি চলে এসেছেন। হাসপাতালে স্বাস্থ্যকর্মী ভাগ্যকন্যা মুড়াসিং জানান, তিনি নিরুপায়। ২৬ বছর যাবত হাসপাতালে কর্মরত রয়েছেন। রোগীর মৃত্যুর ঘটনার সময় দুজন স্বাস্থ্যকর্মী ছিলেন। এদিকে রোগীর পরিবারের পক্ষ থেকে দাবি উঠেছে এই দিন রোগী স্থানান্তর করেছিলেন অ্যাম্বুলেন্স গাড়ি চালক। যাইহোক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হয়েছে

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য