Monday, September 16, 2024
বাড়িরাজ্যমড়ক ধরেছে শুকর ফার্মে

মড়ক ধরেছে শুকর ফার্মে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জানুয়ারি : অজানা রোগে শুকরের মৃত্যু জারুলবাচাই এলাকায়। এখন পর্যন্ত প্রায় ২৫ থেকে ৩০ টি শূকরের মৃত্যু হয়েছে। স্থানীয় ফার্মের এক ব্যক্তিত্ব জানান, ইতিমধ্যে বারোটি শুকরের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে এভাবে শুকরের মৃত্যু হচ্ছে ফার্মে। এক অজানা রোগে শুকরের মৃত্যু হচ্ছে বলে দাবি করেন।

 আরো বলেন, আনন্দ নগর থেকে চিকিৎসকরা এসে শুকরগুলি দেখে জানিয়ে দেন এই রোগের কোন ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। মৃত্যুর আগে রক্ত বমি করে বলে তাদের কাছ থেকে জানা যায়। তাদের অভিমত শুকর ছানা গুলি যখন রাজ্যের বাইরে থেকে আসে তখনই রোগে আক্রান্ত হয়ে রাজ্যে আসে। তবে এবার মড়ক ধরেছে বলে তাদের কাছ থেকে জানা গেছে। অনেকের আশঙ্কা এটা সোয়াইন ফ্লু হতে পারে। যার কারণে এভাবে মড়ক ধরেছে। তবে প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত কোন ধরনের ষ্পষ্টিকরণ পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে ফার্মে এ ধরনের ঘটনা ঘটলেও কুম্ভ-নিদ্রায় মগ্ন প্রানি সম্পদ বিকাশ দপ্তর। এভাবে চলতে থাকলে এর বিস্তার ঘটতে পারে বলে মনে করছে শুকর পালকরা

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য