Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবিশ্বকর্মা প্রকল্পের প্রচার গাড়ির সূচনা করলেন পাতাল কন্যা

বিশ্বকর্মা প্রকল্পের প্রচার গাড়ির সূচনা করলেন পাতাল কন্যা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জানুয়ারি :ত্রিপুরা রিহ্যাবিলেটেশন প্ল্যানটেশন কর্পোরেশনের পক্ষ থেকে মঙ্গলবার স্থানীয় ভাষায় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের প্রচার গাড়ির সূচনা হয়। ত্রিপুরা রিহ্যাবিলেটেশন প্ল্যানটেশন কর্পোরেশন থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সূচনা করেন চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া। অনুষ্ঠানের সূচনা করে পাতাল কন্যা জমাতিয়া বলেন, ১৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের শুভ সূচনা করেছেন।

 এই কেন্দ্রীয় প্রকল্পটি যাতে রাজ্যে সঠিকভাবে বাস্তবায়ন হয় তার জন্য প্রচার গাড়ি সারা রাজ্যের বিভিন্ন এলাকায় গিয়ে এই প্রকল্পের সম্পর্কে মানুষকে অবগত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা রিহ্যাবিলেটেশন প্ল্যানটেশন কর্পোরেশন। এখন পর্যন্ত এই প্রকল্পের জন্য রাজ্যের প্রায় ৩০ হাজারের অধিক মানুষ নাম নথিভুক্ত করেছে। এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হলে গ্রাম পাহাড়ের মানুষের রোজগার বাড়বে এবং আত্মনির্ভর হবে বলে মনে করা হচ্ছে। তাই প্রকল্পটি বাস্তব রূপ দেওয়া এবং সকলে যাতে এই প্রকল্পের সম্পর্কে অবগত হয়ে সুবিধা নিতে এগিয়ে আসে ত্রিপুরা রিহ্যাবিলেটেশন প্ল্যানটেশন কর্পোরেশনে। অর্থাৎ মূল লক্ষ্যই হল ঘরে ঘরে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া বলে জানান তিনি

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য