Monday, February 10, 2025
বাড়িরাজ্যজওয়ানদের ক্যাম্প পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

জওয়ানদের ক্যাম্প পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ফেব্রুয়ারি : টিএসআর জওয়ানদের বিভিন্ন বিষয় সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করতে মঙ্গলবার জিরানীয়া মহকুমাধীন টি এস আর দশম বাহিনীর হেড কোয়াটার পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জওয়ানদের সাথে দেখা করে তাদের অত্যাবশ্যকীয় বিষয় অবগত হন। পাশাপাশি তাদের বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল খাবার সহ যাবতীয় পরিষেবা সঠিকভাবে পাচ্ছে কিনা সে বিষয়ে জওয়ানদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, কাগজ ভিত্তিক তথ্যনির্ভরতা কাটিয়ে, টিএসআর জওয়ানদের অত্যাবশ্যকীয় বিভিন্ন বিষয়ে অবহিতকরণে আগামীতেও সংশ্লিষ্ট আধিকারিক দ্বারা পর্যায়ক্রমিক পরিদর্শন অব্যাহত থাকবে। বিগত দিনের স্থবিরতা ও স্লথতা কাটিয়ে, পরিচালন ব্যবস্থায় একাধিক নবীকরণ দ্বারা রেশন সামগ্রীর বর্ধিত পণ্য লব্ধতা থেকে সমস্ত সুযোগ বন্টনে এসেছে স্বচ্ছতা ও অগ্রগতি বলে জানান। তিনি আরও বলেন টি এস আর জওয়ানদের থেকে সমস্ত বিষয়ে অবগত হওয়ার পর রাজ্য সরকারের কাছে যে সমস্ত ব্যবস্থা করার মত আছে তা করার জন্য নির্দেশ দেওয়া হয়। ফোর্সের মধ্যে অন্তিম ব্যক্তি ও সবার উপরে যিনি আছেন তাদের মধ্যে সম্পর্ক থাকা দরকার। তাহলে বোঝা যায় নীচে কি হচ্ছে আর উপরে কি চলছে। এতে বড় লাভ হচ্ছে।

এর ফলে টি এস আর জওয়ানদের মনোবল সুন্দর হবে। কাজ করার উৎসাহ পাবে। পারিবারিক সম্পর্ক স্থাপন তাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। আরও বেশী করে নিষ্ঠাবান ব্যক্তিত্ব তৈরি হবে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। টি এস আর দশম বাহিনীর হেড কোয়াটারে একটি রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখেন ব্যারাক, জিম সেন্টার , রান্না ঘর সহ নানান পরিষেবা গুলি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সকলের সঙ্গে তোলেন ছবি। সম্প্রতিকালে মহিলাদের সামাজিক সম্মানজনক অবস্থান স্বরূপ, ন্যায্যমূল্যের দোকানের পরিচালনা থেকে নিরাপত্তা প্রদানে টিএসআর বাহিনীতে মহিলাদের অবাধ অংশীদারিত্ব। জওয়ানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ ইতিবাচক দৃষ্টিকোণ থেকে সরকারের বিবেচনাধীন বলেও জানান মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য