স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ফেব্রুয়ারি : বিধানসভার দুই সদস্য সুদীপ রায় বর্মণ ও আশিষ কুমার সাহা সোমবার স্বতঃপ্রনদিত ভাবে পদত্যাগ পত্র জমা দেন অধ্যক্ষ রতন চক্রবর্তীর কাছে। পদত্যাগ পত্র গ্রহণ করে তা পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠান অধ্যক্ষ। বিধানসভার সচিবের কাছে এই ক্ষেত্রে নিয়ম জানতে চান অধ্যক্ষ। ৩৬৪ ধারা অনুযায়ী ক্ষতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয় এই দুই জনের পদত্যাগ পত্র গ্রহণ করা যায়। সেই মতোবেক দুই জনের পদত্যাগ পত্র গ্রহণ করেন অধ্যক্ষ রতন চক্রবর্তী।
মঙ্গলবার বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। আরও জানান সোমবার দুপুর থেকে তারা তাদের বিধানসভার সদস্যপদ হারিয়েছেন। এখন থেকে তারা বিধানসভার প্রাক্তন বিধায়ক হিসাবে গণ্য করা হবে। বাকী দুই বিধায়ক অন্যদলে যোগদান করেছেন কিনা তা এখনই স্পষ্ট নয়। তবে এই ধরনের ঘটনা সামনে এলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অধ্যক্ষ । তিনি জানান চার জন বিধায়কের বিষয় গুলি পৃথক পৃথক। বৃষকেতু দেববর্মার পদত্যাগ জমা দেওয়ার বিষয়টি সঠিক ছিল না। ডাক যোগে প্রথমে পদত্যাগ পত্র পাঠায়। এরপর দ্বিতীয় দফায় নিজে এসে দিয়ে যায়। বৃষকেতু দেববর্মাকে সমন করে বিধানসভা। শেষ দিন ধার্য করা হয়েছে ফেব্রুয়ারী মাসের ১৪ তারিখ পর্যন্ত। এর মধ্যে তিনি হাজির না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মাসের মধ্যে বৃষকেতু দেববর্মার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শূন্য আসনে ৬ মাসের মধ্যে নির্বাচন করতে হয়। তার জন্য গ্যাজেট নোটিফিকেশন পাঠানো হবে। এরপর সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বলে জানান অধ্যক্ষ।